কোপা আমেরিকায় স্বপ্নের ফাইনাল। রবিবার সকালে আন্তর্জাতিক ফুটবলের সবথেকে হাইভোল্টেজ ম্যাচে মারকানায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ইতোমধ্যেই এই ফাইনাল নিয়ে উত্তেজনা চরমে। সোশ্যাল মিডিয়াতে চলছে তর্ক-বিতর্কের ঝড়।
তবে পরিসংখ্যান কী বলছে? আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে ১৪ বার। ব্রাজিল ৯ বার। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ২ বার। ব্রাজিল ৫ বার। ফিফার তথ্য অনুযায়ী মোট ১০৫ বার সাক্ষাৎ হয়েছে এই দুই দলের। আর্জেন্টিনা জিতেছে ৩৮ বার ও ব্রাজিল জিতেছে ৪১ বার। ড্র হয়েছে ২৬ বার। মুখোমুখি সাক্ষাতে ১৬০টি গোল করেছে আর্জেন্টিনা। ব্রাজিল করেছে ১৬৩টি গোল।
তবে কোপা আমেরিকার খেলার পরিসংখ্যানে এগিয়ে আর্জেন্টিনা।
খেলা |
আর্জেন্টিনা | ব্রাজিল |
কোপা আমেরিকা জয় |
১৪ বার | ৯ বার |
বিশ্বকাপ জয় |
২ বার |
৫ বার |
মোট সাক্ষাৎ ১০৫ বার |
৩৮ বার |
৪১ বার |
মোট গোল |
১৬০ টি |
১৬৩ টি |
ড্র ২৬ বার |